• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

নায়ক বাপ্পী নির্বাচন করবেন নিপুণের প্যানেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০১:৫৫ পিএম
নায়ক বাপ্পী নির্বাচন করবেন নিপুণের প্যানেলে
নিপুণ ও বাপ্পী। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আসন্ন। ইতিমধ্যে দুটি প্যানেলই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মূলত এবার দুটি প্যানেল হচ্ছে। একটি মিশা-ডিপজল পরিষদ ও অন্যটি কলি-নিপুণ পরিষদ।
এই নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
জানা গেছে, মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করবেন বাপ্পী। প্যানেলটির সহসাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক মঙ্গলবার (২ এপ্রিল) মনোনয়ন ফরম জমা দেন।
বাপ্পী চৌধুরী জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে।
এর আগে গতবার নিপুণের প্যানেলে এই পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন। সেই পদেই এবার নির্বাচন করবেন বাপ্পী।
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন খোরশেদ আলম খসরু। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!