• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭
নওশাবাকে শ্রীলেখা

‘অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম’ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:০১ পিএম
‘অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম’ 

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার পা রাখলেন আন্তর্জাতিক অঙ্গনে। ভারতের কলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া অনীক দত্ত পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’-এ অভিনয় করে তিনি কুড়িয়েছেন প্রশংসা এবং মন জয় করেছেন দুই বাংলার দর্শকের।

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তিপ্রাপ্ত ছবিটিতে নওশাবা অভিনয় করেছেন একজন বাংলাদেশির চরিত্রে, যিনি নিজের শেকড় অনুসন্ধানে গিয়ে জড়িয়ে পড়েন এক রহস্যময় ঘটনার সঙ্গে। তার বিপরীতে ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

ভিসা জটিলতার কারণে কলকাতায় গিয়ে ছবির প্রচারণায় অংশ নিতে না পারলেও দর্শকের ভালোবাসা ঠিকই পৌঁছেছে তার কাছে।

নওশাবা বলেন, আমি কলকাতায় যাইনি, কিন্তু মনে হচ্ছে আমার আত্মা অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে!

চলচ্চিত্রটির মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন নওশাবা। এর মধ্যেই সবচেয়ে বড় চমক ছিল ভারতের প্রখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পাঠানো ভয়েস মেসেজ।

নওশাবা আবেগভরে বলেন, “শ্রীলেখা আপা বলেছেন—‘অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম।’ এমন মন্তব্য আমার জন্য বিশাল অনুপ্রেরণা। এটা যেন এক ধরনের পুরস্কার।”

শুধু সিনেমা নয়, মঞ্চ নাটকেও সরব নওশাবা। সম্প্রতি তার থিয়েটার দল মঞ্চস্থ করেছে ‘আগুনি’ নামের নাটক, যেখানে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের যোদ্ধারাও।
এছাড়া নির্মাণ শৈলীতেও আগ্রহী নওশাবা, করেছেন একটি নির্মাণ প্রশিক্ষণ কোর্স এবং ভবিষ্যতে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

অভিনয়ের বাইরে অন্যকিছু নিয়ে ভাবছেন না নওশাবা। তার কথায়,
“আমি কোনো প্রত্যাশা নিয়ে অভিনয় করি না। মন দিয়ে কাজটা করার চেষ্টা করি। ভালো কাজ একদিন নিজেই নিজের জায়গা তৈরি করে নেয়—এই বিশ্বাসেই এগিয়ে যাই।”

নওশাবার এই আন্তর্জাতিক অভিষেক নিঃসন্দেহে তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর চেয়েও বড় বিষয়, দুই বাংলার শিল্প-সংস্কৃতির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি হয়েছে।

এটি কেবল এক অভিনেত্রীর সাফল্য নয়, বরং বাংলা ভাষাভাষীদের মাঝে সাংস্কৃতিক আদান-প্রদানের এক নতুন অধ্যায়ের সূচনা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!