• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না: জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫০ পিএম
যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না: জয়
শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় নিয়মিত। সমকালীন নানা ইস্যুতে খোলাখুলি মতপ্রকাশ করেন তিনি। তবে তার সেই স্ট্যাটাস প্রায়ই তাকে টেনে আনে সমালোচনার ঝড়ের কেন্দ্রে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেন ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।’

তার এই বক্তব্য ঘিরেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ জয়ের সাহসী অবস্থানকে সমর্থন করেছেন, আবার অনেকেই তাকে আক্রমণ করে অশালীন মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের এক অনুসারী লিখেছেন, ‘সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।’ আব্দুল্লাহ নামে একজনের পরামর্শ ‘এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।’ অন্যদিকে একজন ভক্ত লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই, আপনার মতো সৎ সাহস সবার নেই।’

Link copied!