• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ইবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা খাতুন


ইবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৭:২৬ পিএম
ইবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা খাতুন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক শিরিনা খাতুন।

শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিরিনা খাতুনকে এ পদে নিযুক্ত করেন। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত সভাপতি বলেন, “আমার সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর থাকবো। সবার সহযোগিতা আমার একান্ত কাম্য।”

শিরিনা খাতুন ইবি থেকে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগে অনার্স, মাস্টার্স এবং এম.ফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষাকালে ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তিতে স্বর্ণপদক অর্জন করেন। তিনি ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৪ সাল থেকে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ এবং নাট্যশিল্পী হিসেবে নিয়মিত কাজ করে চলেছেন।

এর আগে ঢাকার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগে দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন তিনি।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!