• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু, মাসিক ফেলোশিপ ৪০ হাজার টাকা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১১:৪৮ এএম
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু, মাসিক ফেলোশিপ ৪০ হাজার টাকা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২৪ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটরের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র বা‌তিল হবে।

রোববার (১৩ জুলাই) সন্ধ‌্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সদস্য সচিব ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সামছুল আলম জানান, আবেদনকারীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিএসসি (অনার্স)/ডিভিএম ও এমএস উভয় ডিগ্রিতেই ন্যূনতম সিজিপিএ ৩ দশ‌মিক ৪০ থাকতে হবে। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। প্রত্যেক নির্বাচিত ফেলো মাসিক ৪০ হাজার টাকা ফেলোশিপ পাবেন। পাশাপাশি গবেষণা ফান্ড, ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ এবং থিসিস গ্র্যান্ট সবকিছুই বাউ-পিএইচডি ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল থেকে প্রদান করা হবে।

সামছুল আলম আরও জানান, আবেদনের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, রেজিস্ট্রারের শিক্ষা শাখা এবং ওয়েবসাইট www.bau.edu.bd/casr এ পাওয়া যা‌বে। আবেদনপত্রের একটি সফট কপি নির্ধারিত সময়ের মধ্যে [email protected] ই-মেইলে পাঠাতে হবে।

Link copied!