• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
রাবি ভর্তি পরীক্ষা

‘এ’ ইউনিটের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা শুরু ১৭ এপ্রিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৪:২০ পিএম
‘এ’ ইউনিটের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা শুরু ১৭ এপ্রিল
‘এ’ ইউনিটের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা শুরু ১৭ এপ্রিল। ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে চারুকলা অনুষদ, সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল থেকে শুরু।  

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে।

সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগ
সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮, ১৯, ২০ এপ্রিল বিভাগের ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার দিন ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের কপি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

ইংরেজি বিভাগ
ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচিত আবেদনকারীদের ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের কপি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

চারুকলা অনুষদ
চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন আবেদনকারীদের ৬ মার্চ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের কপি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার জন্য কোয়াটার শিট বোর্ড, বোর্ড ক্লিপ (কমপক্ষে দুটি), পেনসিল ও ইরেজার সঙ্গে নিয়ে আসতে হবে। অঙ্কনের ক্ষেত্রে শুধু পেনসিল ও ইরেজার ব্যবহার করা যাবে।

চারুকলা অনুষদ, সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত যারা অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, কেবল তারাই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ইংরেজি বিভাগে শুধু লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত আবেদনকারীরা অংশগ্রহণ করতে পারবেন।

Link copied!