• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

শাবিপ্রবির জিইবি বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপন


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৩৫ পিএম
শাবিপ্রবির জিইবি বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেছেন ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টায় শিক্ষাভবন-ই-এর সামনে থেকে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের চেতনা-৭১, লাইব্রেরি ভবন ও গোলচত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কাটার মাধ্যমে উদযাপন শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হজরত আলীর সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. এসএম আবু সায়েম ও অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।

ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই দশক ধরে শাবির জিইবি বিভাগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্নভাবে অবদান রেখে আসছে। এ বিভাগের স্নাতকেরা দেশে ও বিদেশের নামিদামি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। অনেকেই গবেষণায় প্রতিনিয়ত ভালো করছেন। বিভিন্ন দুর্যোগে মানবতার কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “হতাশার বিষয় হচ্ছে দেশে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সেক্টর রয়েছে, যেগুলোতে জিইবি বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন না তারা। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের শিক্ষার্থীদের মেধাকে যথাযথ মূল্যায়ন করা হয়।”

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “আমাদের মিশন ছিল জিইবি বিভাগকে দেশের অন্যতম বিভাগ হিসেবে গড়ে তোলার। আমরা সেটা করতে পেরেছি বলে মনে করি। এর পেছনে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি।”

Link copied!