• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০১:২৩ পিএম
বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. রাজিব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৭ আগস্ট) তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

রাজিব উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”   

Link copied!