চট্টগ্রামে দরজা বন্ধ করে তিন ঘরে আগুন, টিন ও বাঁশের বেড়া কেটে বাঁচল ১০ ব্যক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:২৯ পিএম
চট্টগ্রামে দরজা বন্ধ করে তিন ঘরে আগুন, টিন ও বাঁশের বেড়া কেটে বাঁচল ১০ ব্যক্তি

চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে আরও তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের তেজেন্দ্র লাল শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বিমল তালুকদারের ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তারা। বাইরে থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে বাঁশের বেড়া ভেঙে বের হন পরিবারের চার সদস্য। স্থানীয়দের সহযোগিতায় ঘরটি আংশিক রক্ষা পায়। এর পাশে অমল তালুকদারের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে। এর কয়েকশ ফুট দূরত্বে রুবেল দাসের ঘরে আগুন দেওয়া হয়। বাসিন্দারা আগুন টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। বেড়ার টিন কেটে বের হন ওই পরিবারের তিন সদস্য। এ সময় লিটন দাস আহত হন।

সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির দুটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের ধারণা, সংসদ নির্বাচন বানচালের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা আগুন দিয়েছে। তারা দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (অপরাধ) সিরাজুল ইসলাম। তিনি অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাউজান সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়াপাড়ায় এক পরিবারের ঘর আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়িটি ছিল দিনমজুর সাধন বড়ুয়ার। তার বসতঘর ও গোয়ালঘরে আগুন দেওয়া হয়। একই সঙ্গে পাশের আরও তিনটি পরিবারের ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে হত্যাচেষ্টা চালানো হয়।  

অভিযোগ রয়েছে, সাধন বড়ুয়ার পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়।  

Link copied!