কুষ্টিয়ায় জামায়াত আমিরের জনসভায় নারী সমর্থকদের ঢল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৬ এএম
কুষ্টিয়ায় জামায়াত আমিরের জনসভায় নারী সমর্থকদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া শহর ও জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশ দেখা যাচ্ছে।

সোমবার সকাল থেকেই কুষ্টিয়ার নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নিতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে গেলে অনেক মানুষকে বাইরে অবস্থান নিতে দেখা যায়।

মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে নারী সমর্থকদের মাঝেও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে; সকাল ১০টার মধ্যেই হাজারো নারী গ্যালারিতে আসন গ্রহণ করেন এবং মূল ফটক দিয়ে এখনো শত শত নারী সমাবেশস্থলে প্রবেশ করছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!