• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে নারী আটক


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৭:১১ পিএম
ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে নারী আটক
পুলিশের গাড়িতে আটক নারী। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশের সদস্যকে লাথি মারার অভিযোগে রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ট্রাফিক কনস্টেবল মো. বজলু একজন নারী সার্জেন্টের সঙ্গে দায়িত্ব পালনের সময় ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশিতে সহযোগিতা করছিলেন। এ সময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে রানী ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন।

ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে বোয়ালিয়া পুলিশকে খবর দেন। বোয়ালিয়া পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে ধরে নিয়ে থানায় যায়। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের হবে বলে জানান ওসি।

Link copied!