• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১০:২৫ এএম
বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু

দীর্ঘ ১২ বছর পর যশোরের বেনাপোল পৌর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ইভিএমে ১২ কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, “যেকোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় উপস্থিত থাকবেন। বিপুলসংখ্যক পুলিশ-আনসারের সঙ্গে তিন প্লাটুন র‌্যাব দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স থাকছে।

মো. আনিছুর রহমান আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে। বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Link copied!