• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

রিকশা মেরামতের সময় অসুস্থ চালক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৮:৫৭ পিএম
রিকশা মেরামতের সময় অসুস্থ চালক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় হঠাৎ অসুস্থ হয়ে হারুন চৌকিদার (৪৩) নামের এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা পরিষদের সামনে অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মুক্তরের চর নয়ন মাদবরকান্দি গ্রামের আলী হোসেন চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ডিসি অফিসের সামনে হারুন চৌকিদারের অটোরিকশার চাকা নষ্ট হয়। পরে সেখান থেকে হারুন তার অটোরিকশাটি ঠেলে জেলা পরিষদের সামনে গ্যারেজে মেরামত করাতে নিয়ে আসেন। সেখানে তিনি নিজেই অটোরিকশার চাকা খুলতে থাকেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় পাশে থাকা লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মৃতের চাচাতো ভাই অ্যাড. শামসুজ্জামান সেকেন্দার সংবাদ প্রকাশকে বলেন, “সকালে তীব্র তাপদাহের মধ্যে রিকশা নিয়ে বের হয় আমার চাচাতো ভাই। রাস্তায় রিকশাটি নষ্ট হলে সে নিজেই গ্যারেজে বসে মেরামত করতে থাকে। এরপর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এর আগে তার কোনো বড় ধরনের রোগ ছিল না।”

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তাছাড়া কাউকে যদি মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বলা কঠিন।”

Link copied!