• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৯:২৮ পিএম
রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে আরও ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী আবুল হোসেনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।

শামীম আহাম্মদ আরও জানান, এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ৫ হাজার ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।

Link copied!