• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

এক কোরালের দাম একুশ হাজার টাকা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০২:২৪ পিএম
এক কোরালের দাম একুশ হাজার টাকা
জেলেদের জালে ধরা পড়ে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ। ছবি : সংবাদ প্রকাশ

বঙ্গোপসাগর কূল ঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি একুশ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জানা যায়, পাথরঘাটার বিএফডিসি মার্কেটে বিক্রি করতে আনেন তুষখালী মৎস্য আড়ৎদার মো. ছগীর হোসেন। হাঁকডাকে মাছটি ৫৩ হাজার টাকা মণ দরে ২১ হাজার ৬শ ৩৭ টাকায় বিক্রি করা হয়।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মো. সাইফুল ইসলাম বলেন, রাতে পাথরঘাটার হরিণঘাটা এলাকার বলেশ্বর নদীতে তুষখালী এলাকার জেলেদের জালে সাড়ে ১৬ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সংবাদ প্রকাশকে বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা ও অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদনদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে বলেশ্বর নদীতে বড় এই কোরাল মাছটি ধরা পড়েছে। 

Link copied!