• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

নওগাঁয় বোরো ধান কাটা-মাড়াই শুরু


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৩:০৪ পিএম
নওগাঁয় বোরো ধান কাটা-মাড়াই শুরু

নওগাঁর আত্রাইয়ে চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার বিভিন্ন মাঠে আগাম জাতের বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। কৃষকরা বলছেন, ধান কাটা-মাড়াই পুরোদমে শুরু হতে আরও ৭ দিন সময় লাগতে পারে।

তাপপ্রবাহে অতিরিক্ত গরমে কৃষকদের কষ্ট হলেও ভালো ফলন হওয়ায় মনের আনন্দে ধান কেটে মাড়াইয়ের কাজ করছেন তারা। পাশাপাশি বসে নেই কৃষাণীরাও। তারাও ভালো ফলনে খুশি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর এ সময় দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল বিশেষ করে নাটোরের লালপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পোড়াদহ, চিলাহাটি, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী ও ডোমারসহ বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক এ উপজেলার বিভিন্ন গ্রামে আসতে শুরু করেছেন।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলার ১১টি উপজেলায় প্রায় ১ লাখ ৯০ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে মান্দা, নিয়ামতপুর, পোঁরশা, সাপাহার, ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর, বদলগাছি, আত্রাই, রাণীনগর উপজেলাসহ সর্বাধিক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের বোরো চাষে কোনো সমস্যায় পড়তে হয়নি। বিশেষ করে বীজতলা থেকে ধান রোপণ ও পরিচর্যা সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের ধান এখন দর্শনীয় হয়ে উঠেছে।

মান্দা উপজেলার পরানপুর গ্রামের কৃষক আব্দুল মাজেদ বলেন, “আমি এ বছর ১১ বিঘা জমিতে বোরো লাগিয়েছি। কৃষি বিভাগের পরামর্শে যথাসময়ে ভালো পরিচর্যা করায় আমার জমিতে ধান ভালো হয়েছে। ইতোমধ্যেই ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হচ্ছে।”

নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের কৃষক রুবেল বলেন, “আমি এবার ১৬ বিঘা জমিতে ধান লাগিয়েছি। ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হয়েছে। আশা করি বাজারে দামও ভালো পাবো।”

মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটের ধান ব্যবসায়ী মাসুদ বলেন, “গত হাটে তেমন ধান আমদানি শুরু হয়নি। তবে টুকটাক বেচাকেনা হয়েছে। আশা করছি দু-চার দিনের মধ্যে পুরোদমে ধান আমদানি শুরু হবে।”

জেলা কৃষি বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “বোরো চাষের শুরু থেকেই ভালো মানের বীজ, জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়ে যাবে। তারপরও যেসব জমির ধান ৮০ ভাগ পেকে গেছে, ওই সব জমির ধান দ্রুত কেটে নিতে আমরা কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।”

Link copied!