নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধীরা অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আ`লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরউল্লাহ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী জাফরউল্লাহ বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। কারণ এই নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধীরা অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের এসব চেষ্টাকে ভূলণ্ঠিত করে সবাইকে একই ছায়া তলে আসতে হবে। তবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় নিশ্চিত হবে।”
কালামৃধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভাষড়া স্কুলমাঠে এই কর্মী সভার সভাপতিত্ব করেন ইস্কান্দার আলী খলিফা। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুর রহমান মিরন, সহ-সভাপতি মো. ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জান রাজা।