• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ক্ষতি জেনেও বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০২:১৩ পিএম
ক্ষতি জেনেও বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগমে সন্ত্রাসের পর উগ্রবাদীদের বিরুদ্ধে একবার সোচ্চার হয়েছিলেন। তারপর থেকে ছিলেন নীরব। মেট গালায় যাওয়া, রেকর্ড গড়া—সবই ঠিকঠাক, কিন্তু দেশে ফিরে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এবার বলিউড সূত্রে জানা গেছে, নীরব থাকলেও শাহরুখ নিয়েছেন এক বড় সিদ্ধান্ত। যখন সীমান্তে উত্তেজনা তুঙ্গে, দেশজুড়ে যুদ্ধের আবহ, তখন দেশের সেনাদের সম্মান জানাতে নিজের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিং আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই সিদ্ধান্তের অর্থ শুধু সময়সূচি পরিবর্তন নয়—এর ফলে প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি হতে পারে, ভবিষ্যতে শিডিউল নিয়ে জটিলতাও তৈরি হতে পারে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে শাহরুখ নাকি দেশকে গুরুত্ব দিয়েছেন।

এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর আলোচনা হচ্ছে। শাহরুখের এই ছবিতে রয়েছেন মেয়ে সুহানা খান। এটিই তাঁর বড় পর্দায় প্রথম ছবি। এ ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি। শোনা যাচ্ছে, সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের।

Link copied!