• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

শেষ পরীক্ষা দেওয়ার আগে চিরবিদায় আফসানার


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০১:৫৮ পিএম
শেষ পরীক্ষা দেওয়ার আগে চিরবিদায় আফসানার
ছবি : সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে)  সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা রুবিনা বেগম (৩২), তার ছেলে রহমত (২) ও ভাতিজি আফসানা বেগম ওরফে স্নেহা (১৬)।

মঙ্গলবার ছিল আফসানার শেষ পরীক্ষা। এদিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। কিন্তু কেন্দ্রে পৌঁছানোর আগেই সড়কে ঝরে গেল তার প্রাণ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মহেষা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম তার স্ত্রী রুবিনা বেগম, ছেলে রহমত ও ভাতিজি আফসানাকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মাপাড় নামের স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আফসানা মীরবাগ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার জানায়, পরীক্ষাকেন্দ্রে আফসানাকে পৌঁছে দেওয়ার পর আশরাফুল ইসলাম তার ছেলে রহমতকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বলে পরিকল্পনা ছিল।

একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনায় মহেশা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

কাউনিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) শাহানুর আলম বলেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মোটরসাইকেলের সামনে একটি মাইক্রোবাস ছিল। তিনি মোটরসাইকেল ব্রেক করলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে একটি মিনিবাস তাদের পেছন দিক দিয়ে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ মিনিবাসটি শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!