• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৫:২৯ পিএম
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ২৫২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) রিপন মৃধা বাদী হয়ে পেনাল কোডে মামলাটি করেন। 

মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেয়া, পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে।

ইতোমধ্যে এ মামলায় হানিফ, হাসিবুর রহমান জিসান ও শওকত মিথুন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, মামলায় আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি মোহাম্মদ নাসির আহমেদ আরও বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে হানিফ চিহ্নিত আওয়ামী লীগ কর্মী, জিসান নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এবং শওকত মিথুন আইভীর খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আইভীকে গ্রেপ্তার অভিযান চলাকালে গ্রেপ্তাররাসহ অন্যান্য আসামিরা রাতে বিপুল সংখ্যক নারী-পুরুষ জড়ো করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে তারা পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যকে আহত করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। পরে পুলিশের গাড়িতে তুলে আইভীকে আদালতে নিয়ে যাওয়ার সময় শহরের বি বি রোডে আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।

Link copied!