চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।
মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন চবি ক্যাম্পাসে ৪টি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. কামাল উদ্দিন বলেন, “আজ থেকে আগামী দুই দিন চবি ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কারগুলো চলবে। কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হবে।
ড. কামাল আরও বলেন, ই-কারগুলো ঢাকা থেকে আজ ক্যাম্পাসে আনা হয়েছে। ই-কারের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা ই-কার চায় কিনা।