চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশান-১ এর লেকপাড় এলাকায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ী গুলি করেছেন সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম হাসপাতাল থেকে সাংবাদিকদের বলেন, “এক মাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।”
তিনি বলেন, “আমার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।”
এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন সাংবাদিকদের বলেন, “বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”