• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শার্শায় কোটি টাকার স্বর্ণ উদ্ধার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৯:২৭ পিএম
শার্শায় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শায় এক কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে এই চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি কালো রঙের একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের মোট ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ২০শ লাখ ২৪ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির টহল অত্যন্ত জোরদার থাকায় এ চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Link copied!