• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১০:২৭ এএম
মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুবুর হাসান (৫০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলাগাছী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর হাসান জেলার শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলী ওরফে হিমে মোড়লের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছীতে যান মাহবুবুর হাসান। হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা বলেন, “ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিল। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুনতে পাই।”

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মাহবুবুর রহমানের মৃত হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। 

Link copied!