• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

‘জাতীয় অর্থনীতিতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৮:২০ পিএম
‘জাতীয় অর্থনীতিতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’

জাতীয় অর্থনীতিতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

সোমবার (২৭ মার্চ) দিনাজপুরে প্রথমবারের মত পালিত মধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ইকবালুর রহিম বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই স্থলে আমাদের জাতীয় অর্থনীতিতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাসিমপুরের লিচু, কাটারি ভোগ চাল বাংলাদেশে সমাদৃত। ঠিক তেমনইভাবে এই দিনাজপুর মাসিমপুরের মধুটিকেও যদি আমরা ব্রান্ডিং করতে পারি। তবে বাংলাদেশে একটি অর্থকারী ফসল হিসেবে রূপান্তরিত করতে পারব। মধুর একটি সম্ভবনাময় জায়গা হচ্ছে দিনাজপুর। আমি তা বিশ্বাস করি।”

ইকবালুর রহিম আরও বলেন, “মধু উৎপাদনে ১ লাখ যুবকের কর্মসংস্থান হলে সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৬৪ লাখ যুবকের।” তাছাড়াও ভবিষ্যতে ৫০০ মেট্রিকটন মধু উৎপাদন সম্ভবনার কথাও তিনি জানান।

ধান লিচুতে ভরপুর দিনাজপুর অঞ্চলকে মধু জেলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন নামে এক উদ্যোক্তা। এখন পর্যন্ত প্রায় ৩৫০ জনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও ৪০ জনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে এবং ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যাগ গ্রহণ করেছেন তিনি। 

Link copied!