• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

বিয়ে করলেন ‘সাহস’ খ্যাত নির্মাতা সাজ্জাদ খান, পাত্রী কে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১২:৩০ পিএম
বিয়ে করলেন ‘সাহস’ খ্যাত নির্মাতা সাজ্জাদ খান, পাত্রী কে
ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন ‘সাহস’খ্যাত নির্মাতা সাজ্জাদ খান। ১১ মে তিনি নতুন জীবনে পা দিয়েছেন। পাত্রী ছিমি আক্তার প্রমা, পড়াশোনা করছেন।

বিয়ের বিষয়ে সাজ্জাদ খান বললেন, ‘এটা একেবারেই পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। অনেক দিন আগে থেকেই আমাদের চেনাজানা। সে আমাদের পরিবারের খুবই পরিচিত। সেই জায়গা থেকেই বিয়ের বিষয়টি এগিয়েছে।’

‘সাহস’ নামের সিনেমা নিয়ে দর্শকদের কাছে প্রথম হাজির হয়েছিলেন এই পরিচালক। ছবিটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

এরপর তিনি নির্মাণ করেন ‘কাঠগোলাপ’, যা চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে। তবে সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফেস্টিভ্যালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে।

Link copied!