• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৯:৪৩ এএম
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস সাত্তার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাত ৮ টায় ৩৯৪/৪-৬ নং কিলোমিটার পিলারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত মছির উদ্দিন  সরকারের ছেলে। তিনি লুসাকা গ্রুপের সিকিউরিটি ইনচার্জ এবং অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন।

স্থানীদের বরাত দিয়ে দিনাজপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, “লাইন পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি হয়তো বুঝতে পারেনি। মরদেহ উদ্ধার করে স্বজনদের অভিযোগ না থাকায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।”

Link copied!