সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে আশিকুর রহমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১৮ মার্চ) রাতে জেলা শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশিকুর ওই এলাকার সিদ্দিকুল আলমের ছেলে।
জানা গেছে, আশিকুর জেলার সহজ সরল ছেলে-মেয়েদের বিভিন্ন চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি আশিকুর দিনাজপুর সিভিল সার্জনের নাম, স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই মেয়ের কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. সামিউল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, আশিকুর দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ ভুক্তভোগীর জীবন বৃত্তান্ত জব্দ করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।