• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ১০


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৮:৩৫ এএম
বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ১০

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলা দলটির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরের পর উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলাকালে যুবলীগের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে আহত করে।

উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বলেন, “প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিলাম। কর্মসূচিতে তৃপ্তি ভাইসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। অতর্কিত ১০/১৫ জনের একদল যুবলীগ নেতাকর্মী লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাকেসহ আমাদের নেতৃবৃন্দকে মারধর করে চলে যায়।”

হামলার বিষয়ে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহেদুজ্জামান বলেন, “আমাদের দলের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নেই। নিজেদের দলীয় কোন্দলে তারাই হামলার শিকার হয়েছেন।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। 
 

Link copied!