গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:২৩ পিএম
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস সড়কে অবস্থিত বাসভবনের গেটে এ ঘটনা ঘটে।

‘নির্বাচন বাধাগ্রস্ত করতে আরেকটি মহল ভেতরে–ভেতরে ষড়যন্ত্র করছে’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে তৎসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানিয়েছেন, গেটের ভেতরে একজন নিরাপত্তা প্রহরীর কাছাকাছি ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এটি প্রাথমিকভাবে হাতে তৈরি বলে মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই ঘটনার দুদিন আগে ২৬ জানুয়ারি একই সময়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!