• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ল্যাঙ্গারের ইংল্যান্ডের কোচ হবার গুঞ্জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০২:৪২ পিএম
ল্যাঙ্গারের ইংল্যান্ডের কোচ হবার গুঞ্জন
ফাইল ছবি

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজে হতাশার জেরে ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউডকে চাকরি থেকে সরিয়ে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক পদে বসিয়ে নতুন কোচের সন্ধানে নেমেছে ইংলিশরা।

এদিকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব না দেয়ায় অস্ট্রেলিয়ার হেড কোচের পদ ছেড়েছেন জাস্টিন ল্যাঙ্গার। আর এই সুযোগেই ইসিবি চাইছে, ল্যাঙ্গারকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিতে।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাঙ্গরকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি জোর বিবেচনায় রেখেছে ইসিবি। সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভনও চাইছেন ল্যাঙ্গারকে কোচ হিসেবে পেতে। এজন্য ইসিবিকে প্রস্তাবও দিয়েছেন তিনি।

আগামী জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ হতে যাওয়া তার চুক্তি দীর্ঘমেয়াদে নবায়ন চেয়েছিলেন ল্যাঙ্গার। কিন্তু বোর্ড স্বল্পমেয়াদী চুক্তিতে আগ্রহী ছিল। আর এতেই অজি কোচের এই সিদ্ধান্ত।

বল টেম্পারিং অধ্যায়ের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন জাস্টিন ল্যাঙ্গার। চার বছরে তার অধীনে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতে অজিরা।

সবশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে কোনঠাসা হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ এনে দেয়ার কারিগর ৫১ বছরের সাবেক এই তারকা।

তবে ল্যাঙ্গারের যে ইংল্যান্ডের প্রধান কোচ হবার গুঞ্জন উঠেছে তা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছেনা সাম্প্রতিক সময়ে দুই দেশের কর্তাদের কার্যক্রমে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!