• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১০:১৮ এএম
পিএসজিকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি
ক্লাব বিশ্বকাপের ট্রফি হাতে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেলসির খেলোয়াড়েরা। ছবি : রয়টার্স

ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি।

রোববার (১৩ জুলাই) অনুষ্ঠিত খেলায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শক হাজির ছিলেন। তাদের সামনেই ফাইনালে ৩-০ গোলে জয়ের রূপকথা লিখল চেলসি।

তবে কেবল পালমার নন আরও একজন নেপথ্য নায়ক আছেন চেলসির। তিনি হলেন গোলকিপার রবের্ত সানচেস। পিএসজির বেশ কয়েকটি সম্ভাবনাময় শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। সানচেস রুখে না দাঁড়ালে পিএসজি দু-একটা গোল পেতেও পারতো।

চেলসির শুরুটা ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধেই তাই তিন গোল হজম করতে হয় পিএসজিকে। শুরুতেই ছন্নছাড়া হয়ে পড়া ফরাসি দলটির শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হয়নি। 

পালমার চেলসির হয়ে প্রথম গোলটি করেন ম্যাচের ২২ মিনিটে। পরের গোলটিও করেন তিনিই, ম্যাচের ৩০তম মিনিটে। পরের গোলটিতেও পালমারের অবদান আছে, তবে গোলটি এসেছে জোয়াও পেদ্রোর সরাসরি স্পর্শ থেকে ৪৩তম মিনিটে।

খেই হারানো পিএসজি শেষে হয় আরও ছন্নছাড়া। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতেই ১০ জনের দলে পরিণত হয় ফরাসি ক্লাবটি। পেছন থেকে কুকুরেইয়ার চুল টেনে ধরায় ভিএআরের সাহায্যে পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি।

Link copied!