• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লার বিপক্ষে বরিশালের ৬৩ রানের বিশাল পরাজয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৯:১২ পিএম
কুমিল্লার বিপক্ষে বরিশালের ৬৩ রানের বিশাল পরাজয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। কুমিল্লার বিপক্ষে ৬৩ রানের শোচনীয় পরাজয় ঘটেছে বরিশালের।

টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ ১৫৮ রান। কুমিল্লার ইনিংসের শুরুটা চমৎকার ছিল। দলীয় ৩৩ রানে ক্যামেরন ডেলপোর্ট ব্যক্তিগত ১৯ রানে আউট হন।

ফাফ দু প্লেসিস ৬ রানে প্যাভিলিয়নে ফেরত যান। ইমরুল কায়েস ১৫ রান যোগ করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদুল হাসান জয় (৪৮) দলীয় ১১৫ রানে ফিরে গেলে কুমিল্লার রানের গতি কিছুটা মন্থর হয়ে যায়।

করিম জান্নাতের ২৯ ও মুমিনুল হকের ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান স্কোরবোর্ডে জমা করে কুমিল্লা।

বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো ৩টি, সাকিব আল হাসান ২টি, নাঈম হাসান ও জ্যাক লিনটট একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। দলীয় ৫০ রানের আগেই পতন ঘটে বরিশালের গুরুত্বপূর্ণ চার উইকেটের। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। তিনি ৩৬ রান করেন।

তৌহিদ হৃদয় (১৯) ও নুরুল হাসান (১৭) ছাড়া বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামে ১৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে। ৯৫ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। কুমিল্লা জয় পায় ৬৩ রানে।

কুমিল্লার পক্ষে নাহিদুল ইসলাম ৩টি, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, করিম জান্নাত ২টি করে উইকেট পান। মোস্তাফিজুর রহমান একটি উইকেট পান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!