• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ছয় বছরের নিষেধাজ্ঞায় বিশ্বকাপ জয়ী তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০১:৩১ পিএম
ছয় বছরের নিষেধাজ্ঞায় বিশ্বকাপ জয়ী তারকা
ছয় বছরের জন্য নিষিদ্ধ হলেন স্যামুয়েলস। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দুবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের ফাইনালে ক্যারিবীয়দের জয়ের নায়ক ছিলেন ব্যাট হাতে মারলন স্যামুয়েলস। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি। সেই নায়ক এখন খলনায়কের চরিত্রে। টি-টেন লিগে আইসিসির দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গ করেছেন তিনি। দোষী প্রমাণিত হওয়ায় আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে।

স্যামুয়েলসের বিপক্ষে যে চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল, দুর্নীতিবিরোধী স্বতন্ত্র ট্রাইব্যুনালে শুনানির পর সবকটিই প্রমাণিত হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্কের ভিত্তিতে স্যামুয়েলসকে শাস্তি প্রদান করা হয়। 

আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। এর ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত দুর্নীতিবিরোধী শাস্তির মুখে পড়লেন তিনি।

ট্রাইব্যুনালের সদস্যদের অধিকাংশের সিদ্ধান্তে ২.৪.২ ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে স্যামুয়েলসকে। এ ধারায় বলা আছে, কোনো রকমের উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেওয়ার তথ্য স্বীকৃত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে না জানানোর মাধ্যমে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়।

বাকি তিনটি ধারায় অবশ্য স্যামুয়েলসকে ট্রাইব্যুনালের সব সদস্যই দোষী মনে করেছেন। ৭৫০ বা এর বেশি ইউএস ডলার পাওয়ার তথ্য গোপন করা, তদন্তে স্বীকৃত কর্মকর্তাকে সহযোগিতায় ব্যর্থতা ও তথ্য গোপন করে স্বীকৃত কর্মকর্তার তদন্ত কার্যক্রম বিলম্বিত করার অভিযোগে তাকে শাস্তির আওতায় আনা হয়।

দুর্নীতির দায়ে শাস্তি পাওয়া স্যামুয়েলসের জন্য নতুন নয়। ২০০৮ সালে এমন অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ওয়ানডে ম্যাচের তথ্য বাইরে পাচার করেছিলেন তিনি।

Link copied!