• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

ভারতীয় ৩৪ জেলেকে জেলহাজতে প্রেরণ


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:৪৯ পিএম
ভারতীয় ৩৪ জেলেকে জেলহাজতে প্রেরণ
আটক জেলেরা। ছবি : প্রতিনিধি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ৩৪ ভারতীয় জেলেকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৫জুলাই) সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।

সোমবার (১৪ জুলাই) ভোররাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর অভিযানে ভারতীয় দুটি ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। রাতেই তাদের মোংলা থানায় হস্তান্তর করে।

নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ অভিযানে অংশ নেয়। আটক ট্রলার দুটি হলো এফ বি ঝড় ও মা মঙ্গলচন্ডী। ট্রলার দুটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া গেছে, যা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।

পরে বানৌজা শহীদ আখতার উদ্দিন ও অদম্য জাহাজের মাধ্যমে আটকদের মোংলায় আনা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “ট্রলার দুটিতে থাকা মাছ আইন অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান,
“সমুদ্রসীমা লঙ্ঘন এবং বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে মামলা দায়ের করে ৩৪ ভারতীয় জেলেকে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।”

আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

Link copied!