• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ড্রাইভারকে পুকুর লিজ দিলেন চবির ডিন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:২৮ পিএম
ড্রাইভারকে পুকুর লিজ দিলেন চবির ডিন
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কলা অনুষদের পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুর নিয়ম না মেনে এবং কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই লিজ দিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহিন খান। লিজপ্রাপ্ত ব্যক্তি ডিনের ব্যক্তিগত গাড়িচালক শহরমুল্লক।

নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কোনো পুকুর, খাল কিংবা কৃষি জমি লিজ দিতে হলে প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে হয়। আগ্রহীরা আবেদন করলে, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে লিজ দেওয়া হয়ে থাকে। এসব তথ্য জানিয়েছেন কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান নির্বাহী অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানিক।

তবে এ ক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ৫ বছরের জন্য পুকুরটি লিজ দেওয়া হয় ডিনের চালক শহরমুল্লককে।

তদন্তে আরও জানা গেছে, চুক্তিতে শহরমুল্লক একক লিজগ্রহীতা হলেও, পুকুরে বাস্তবে ৬ জন মিলে মাছ চাষ করছেন। তাদের মধ্যে ৪ জন বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার এবং ২ জন কর্মচারী।

এ বিষয়ে শহরমুল্লক বলেন, “আমি ডিন স্যারের মাধ্যমেই পুকুরটি লিজ নিয়েছি। তিনি আমাকে লিখিত চুক্তির মাধ্যমে ৩০ হাজার টাকায় দিয়েছেন।”

এই বিষয়ে ডিন অধ্যাপক ইকবাল শাহিন খান বলেন, “ওখানে শহরমুল্লক আগে থেকেই কিছু গাছ লাগিয়েছিল। সে বিবেচনায় বিভাগীয় চেয়ারম্যানদের মিটিংয়ে রেজুলেশনের মাধ্যমে তাকে লিজ দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম এটি কলা অনুষদের আওতাধীন। পরে জানতে পারি এটি কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে। যেহেতু লিজ দিয়ে দিয়েছি, এখন তো আর করার কিছু নেই।”

তবে বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান নির্বাহী অধ্যাপক মানিক। তিনি বলেন, “ডিন অফিস সরাসরি লিজ দিতে পারে না। আমি তাকে আবেদন করতে বলেছি। আবেদন করলে নিয়ম অনুযায়ী লিজ দেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর কামাল উদ্দিন বলেন, “আমি এ বিষয়ে জানতাম না, এখনই আপনার থেকে জানলাম। কৃষি উন্নয়ন প্রকল্পের প্রধান এবং কলা অনুষদের ডিনের সঙ্গে কথা বলব এবং বিষয়টি ক্ষতিয়ে দেখব।”

Link copied!