• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে ‘সুখবর’ দিলেন খাদ্য উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:৪৭ পিএম
খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে ‘সুখবর’ দিলেন খাদ্য উপদেষ্টা
বক্তব্য রাখছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

চলতি বছরের আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
 
আলী ইমাম বলেন, “আগামী আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। এ কর্মসূচি ৬ মাস পর্যন্ত চলবে।”

কর্মসূচির বিভিন্ন দিক আলোচনা করে খাদ্য উপদেষ্টা বলেন, “এ কর্মসূচির আওতায় আগামী ৬ মাস ৫৫ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।”

বাজার স্থিতিশীল রাখতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

Link copied!