লর্ডসে পঞ্চম দিনে জয়ের সুযোগ হাতছাড়া করেছে ভারত। এদিন ৬ উইকেটে ১৩৫ রান দরকার ছিল জয়ের জন্য। ২২ রানে লর্ডস টেস্টে ইংল্যান্ড জয় পেলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বাগতিকদের কঠিন পরীক্ষা নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
দিনের প্রথম সেশন শেষ করতেই ১১২ রানে ৮ উইকেট নেই, ম্যাচ ছিটকেই গিয়েছিল ভারত। কিন্তু শেষ দুই উইকেটেও ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন জাদেজা, সঙ্গী হিসেবে পেয়েছিলেন জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে। দিনের শেষ দুই সেশনে নাটকীয়তার জন্ম দিয়েছিল সফরকারীরা। বুমরাকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ২২ ওভারে ৩৫ রান যোগ করেন জাদেজা।
ভারতের ১৪৭ রানে বেন স্টোকসের বলে বুমরা নবম উইকেট হিসেবে বিদায় নিলেও দ্বিতীয় সেশনের বাড়তি আধা ঘণ্টা জাদেজা সিরাজকে সঙ্গে নিয়ে পাড়ি দেন। সেই সঙ্গে রানের ব্যবধানও কমিয়ে আনেন। ৩০ রান দূরে যখন ভারত, তখন আম্পায়াররা দ্বিতীয় সেশনের সমাপ্তি টানেন। ম্যাচের উত্তেজনা তখন বেড়েই যাচ্ছিল।
শেষ সেশনে নেমে সিরাজের সঙ্গে দেখেশুনে রান এগিয়ে নিচ্ছিলেন জাদেজা। কিন্তু ইনিংসের ৭৫তম ওভারে স্পিনার শোয়েব বশিরের বল ঠেকাতে গিয়ে বোল্ড হয়ে যান সিরাজ। ওভারের পঞ্চম বলটি সিরাজ ডিফেন্ড করলেও বল পায়ের ভেতর দিয়ে গড়িয়ে স্টাম্পে গিয়ে আঘাত হানে।
সেই সঙ্গে বশিরের উদযাপনের দৌড়, যা একই দিনে ২০১৯ সালে জস বাটলারের দৌড়ের মতো মনে হচ্ছিল। এই দিনেই এ মাঠে যে কিউইদের পরাস্ত করে ২০১৯ বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। লর্ডস টেস্ট জয়টা বিশ্বকাপের মতো না হলেও জাদেজার ব্যাট ইংলিশদের যে আক্ষেপ বাড়িয়ে তুলছিল, তা থেকে মুক্তি তো স্পিনার বশির এনে দিয়ে এমন দৌড় দিতেই পারেন।
১৮১ বলে ৬১* রান করা জাদেজা অপর প্রান্ত থেকে শুধু ভারত হারটাই দেখেছেন। দিনের শুরুতেই মাঠে নেমে সতীর্থদের যোগ্য সঙ্গ না পাওয়ার আক্ষেপেও পুড়েছেন। দিনের শুরুতে ঋশভ পন্ত, ওয়াসিংটন সুন্দর ও লোকেশ রাহুলের বিদায়ে মাত্র ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। দলীয় ৮২ রানে ৭ উইকেট হারালেও অষ্টম উইকেটে নিতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে জাদেজা। তবে এ জুটির ৮৯ বলের ৩০ রানের প্রতিরোধ লাঞ্চের আগে ভাঙেন ক্রিস ওকস।
৫৩ বলে ১৩ রান করা রেড্ডির বিদায়ে ম্যাচ তখন ভারত হারছিল, অনেকে নিশ্চিত ধরে নিয়েছিল তা। তবে শেষ সেশন পর্যন্ত জাদেজা বুমরা-সিরাজকে সঙ্গে নিয়ে ভারতকে আশা দেখিয়েছিলেন।
দুই ইনিংস মিলিয়ে ৭৭ রান (৪৪,৩৩) ও বল হাতে ৫ (২,৩) উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস।