• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসিকে থামানোর কৌশল জানেন নেদারল্যান্ডস কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৫:১৭ পিএম
মেসিকে থামানোর কৌশল জানেন নেদারল্যান্ডস কোচ
ছবিঃ গেটি ইমেজস

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামলে প্রতিপক্ষের পরিকল্পনা জুড়ে থাকেন লিওনেল মেসি। তাকে থামানোই যেন প্রতিপক্ষের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ডাচরা। ওই দলে যেমন তখন মেসি ছিলেন, তেমনি ডাচ ডাগআউটে ছিলেন লুইস ফন গাল। ঠিক এবারের ম্যাচেও দু’জনেই আছেন।

২০১৪ বিশ্বকাপের সেই সেমিফাইনালে অতিরিক্ত ৩০ মিনিটসহ ১২০ মিনিট খেলা হলেও গোলের দেখা পায়নি কোনো দল। পুরো সময়েই নিজের ছায়া হয়ে ছিলেন মেসি।

আর্জেন্টিনা অধিনায়কের পিছনে  নাইজেল ডি ইয়ংকে কড়া পাহারায় রেখেছিলেন ফন গাল। খেলার পুরো সময়েই নিষ্প্রভ থাকা মেসি নেদারল্যান্ডসের গোলপোস্টে শট নিতে পেরেছিলেন মাত্র একটি। ফলে মেসিকে কিভাবে থামাতে হয় সেটা গাল খুব ভালো করেই জানেন।

ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে এবারও মেসির জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এবার সম্ভবত মেসির পাহাড়ায় মার্টিন ডি রুনকে রাখতে পারেন গাল। তবে শুধু মেসিকে পাহাড়ায় রাখলেই হবে না, মেসির কাছে বল জোগানোর পথও বন্ধ করতে হবে। কারণ, মার্কারকে পাশ কাটিয়ে বলের দখল নেওয়া খুব একটা কঠিন নয় মেসির জন্য।

Link copied!