• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মাঠে ফিরছে চ্যাম্পিয়ন লিগ, প্রথম দিনেই মুখোমুখি পিএসজি-বায়ার্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৫:০৩ পিএম
মাঠে ফিরছে চ্যাম্পিয়ন লিগ, প্রথম দিনেই মুখোমুখি পিএসজি-বায়ার্ন

দুই মাসের বেশি সময় পর মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩ নভেম্বর গ্রুপ পর্ব শেষ হওয়ার পর  বিশ্বকাপের জন্য স্থগিত ছিল এই টুর্নামেন্টটি। লম্বা বিরতির পর শুরু হচ্ছে শেষ ষোলোর পর্ব।

চ্যাম্পিয়নস লিগে মাঠে ফেরার দিনেই রয়েছে বেশ হাই-ভোল্টেজ কয়েকটি ম্যাচ। যেখানে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম খেলায় মুখোমুখি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও জার্মান ক্লাব বায়ার্ন।

পিএসজির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময়ে ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে আথিতেয়তা দিবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম।

বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারকে নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ খবর অনুযায়ী তিনজনকেই পিএসজির প্রথম একাদশে দেখা যেতে পারে।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে  বাকি ম্যাচ ও সময়:-

১৫ ফেব্রুয়ারি রাত ২টা (দিবাগত)

বেনিফিকা বনাম ক্লাব ব্রুজ

বুরুশিয়া ডর্টমুন্ড বনাম চেলসি

২১ ফেব্রুয়ারি রাত ২টা (দিবাগত)

রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল

এনরিচ ফ্রাঙ্কফুর্ট বনাম নাপোলি

২২ ফেব্রুয়ারি রাত ২টা (দিবাগত)

আরবি লেইপজেইগ বনাম ম্যানচেস্টার সিটি

ইন্টার মিলান বনাম পোর্তো

Link copied!