• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ 


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:৪৫ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ 
পদত্যাগের ঘোষণা দেন ১৬ নেতাকর্মী।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ এনে জেলা ও মহানগর কমিটির ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ ছাড়া এ প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্ধশতাধিক কর্মী।

রোববার (১৮ মে) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন ওই নেতাকর্মীরা। আর অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, সোমবার তারা বিস্তারিত জানাবেন। 

পদত্যাগকারীরা হলেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ, আল তানজীল আহসান, জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন সাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ।

এর আগে গত ১৫ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন।

সংবাদ সম্মেলনে মহানগর কমিটির যুগ্ম আয়ান হাসান অভিযোগ করে বলেন, ‘পুরো বাংলাদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছিল, কিন্তু আমরা সেই বিশ্বাস রাখতে পারিনি। মহানগর ও জেলা কমিটির নেতারা টেন্ডার বাণিজ্য, জমির দালালি, মামলা-বাণিজ্য ও মেলায় জুয়ার আসর থেকে চাঁদা আদায়সহ নানা অপকর্ম করছেন।’

গত বছরের ২৪ নভেম্বর রাতে ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। আর ইমরান আহমেদকে আহ্বায়ক ও ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Link copied!