মূল সড়কে আর ব্যাটারিচালিত রিকশা চলতে দেবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৩ মে) আসাদ গেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে করপোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি।
মঙ্গলবার ধানমন্ডি পুরোনো ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা নিধন অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল বেড়েছে। বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, রাজধানীর মূল সড়কে আর চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা। চলতি মাসেই অনুমোদিত নকশার রিকশাচালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেওয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত সেসব রিকশা। অবৈধ ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি।