গরমকাল আর বর্ষা এলেই পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে পিঁপড়ের উপদ্রব তো বাড়তেই থাকে। খাবার, জামাকাপড়-বিছানা সব জায়গায় পিঁপড়ে হানা দেয়। পিঁপড়ে তাড়াতে নানা রকম স্প্রে করে থাকি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আবার খাবারে, বিছানা-বালিশে ওষুধ ছড়ালেও বিপদ হতে পারে। তাই এসব উপায় বাদ দিয়ে ঘরোয়া টোটকায় সহজেই পিঁপড়ে দূর করুন।
হাতের কাছেই থাকা জিনিস দিয়ে মুহূর্তের মধ্যেই ম্যাজিকের মতো পিঁপড়ে দূর করা যাবে। যা ব্যবহারে কোনো ক্ষতিও হবে না। যেমন_
পিঁপড়ে দূর করতে তেজপাতা খুব কার্যকরী। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। পিঁপড়ে মুহূর্তেই উধাও হয়ে যাবে।
পিঁপড়েরা রান্নাঘরের চিনির কৌটায় যেই কৌটোয় সবচেয়ে বেশি ঢুকে পরে। সেখানে কয়েকটা লবঙ্গ দিয়ে রাখুন। কোনওভাবেই পিঁপড়ে হানা দেবে না।
গরমকালে বাড়ির বাগানেও পিঁপড়ে ছড়িয়ে পড়ে। গাছে বাসা বাঁধে। গাছের ডাল, শিকড় এবং মাটি-সহ সর্বত্র পিঁপড়ের ঝাঁক থাকে। এতে গাছও নষ্ট হতে পারে। দ্রুত প্রতিকার হিসেবে অনেকে গাছে কঠোর রাসায়নিক স্প্রে করেন। কিন্তু এটি গাছের শিকড়ের ক্ষতি করে। তা না করে, গাছ থেকে পিঁপড়ে তাড়ানোর দুর্দান্ত ঘরোয়া জানুন। ৫ গ্রাম বেকিং সোডা ৫ মিলি নিম তেল সামান্য তরল সাবান বা লিক্যুইড সোপ মিশিয়ে নিন। মিশ্রণটি খুব পাতলা তরলের মতো হতে হবে। ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ভরুন। এটি সকালে বা সন্ধ্যায় ব্যবহার করুন। রোদের তীব্রতায় এটি স্প্রে করবেন না। স্প্রে করার সময় মাটি আর্দ্র আছে কিনা তা দেখে নিন। গাছে পিঁপড়ের উপদ্রব বেশি হলে বেশি করে স্প্রে করুন।
আবার দারুচিনির গুঁড়ো পানিতে মিশিয়ে স্প্রে তৈরি করলেও পিঁপড়েরা খুব সহজেই দূর হবে।
পিঁপড়েরা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। রসুন, খোসা-সহ, গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি গাছের চারপাশে দিন। পিঁপড়েরা মুহূর্তেই উধাও হয়ে যাবে।
স্প্রে করার সুযোগ হচ্ছে না? কফি পাউডার মাটির সঙ্গে মিশিয়ে দিন। চারপাশ থেকে পিঁপড়েরা আর গাছে উঠবে না।