• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

কেন দেশ ছাড়বেন, জানালেন সালমান মুক্তাদির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:১৭ এএম
কেন দেশ ছাড়বেন, জানালেন সালমান মুক্তাদির
সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত

ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। জনপ্রিয় এই তারকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। এ সময় তিনি বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যত দিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশা আল্লাহ।’

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনো দেশ নিয়ে কথা বলব না।’

দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।’

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। 

তার কথায়, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!