• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

সেই হ্যাপি মামলা করলেন মুফতি স্বামীর বিরুদ্ধে 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:১৪ এএম
সেই হ্যাপি মামলা করলেন মুফতি স্বামীর বিরুদ্ধে 
নাজনীন আক্তার হ্যাপি ও মুফতি তালহা ইসলাম

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে আলোচনায় আসা সাবেক মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। 

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হ্যাপির আইনজীবী জান্নাতুল ফেরদৌস।  

হ্যাপি বলেন, এত দিন মারধরের ভয়ে চুপ ছিলাম। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছি।

জান্নাতুল ফেরদৌস বলেন, নাজনীন আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদনজগৎ ছেড়ে দ্বীনের পথে আসে। গত ৭ বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছু সময় পর থেকে জানতে পারেন, তালহা ইসলামের বিভিন্ন নারীর প্রতি আসক্তি রয়েছে। নারীদের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে কয়েক মাসের জন্য বিয়ে করেন তিনি। এখন পর্যন্ত তালহা ইসলাম ৯টি বিয়ে করেছেন।

যৌতুকের জন্য হ্যাপিকে মারধর করা হয় অভিযোগ করে তিনি বলেন, চারিত্রিক এসব সমস্যার পাশাপাশি তালহা ইসলাম প্রায়ই হ্যাপি ও তার সন্তানের ওপর নির্যাতন করেন। সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন তালহা। এ ছাড়া যৌতুকের জন্য মাঝেমধ্যেই নির্যাতন করেছেন তিনি। 

নাজনীন আক্তার হ্যাপি বলেন, তার আসল  চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানুষিক নির্যাতন করেছে। তালাকের শরীয়তসম্মত অধিকারটা আমার কাছে নেই। তাকে যদি  খোলা তালাকের কথা বলা হয় তখন তিনি বিশাল অ্যামাউন্ট দাবি করেন। যেমন এক কোটি টাকা অথবা বাচ্চাকে আজীবনের জন্য দিয়ে দিতে হবে কোন দিন দেখতে পারব না, এ রকম ধরনের শর্ত দেয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!