গরমকালে হঠাৎই বৃষ্টি নামে। অফিস থেকে ফিরছেন, আর মাঝপথে বৃষ্টি নেমে গেল। কিংবা বাইরে বসে ল্যাপটপে কাজ করছেন আর হঠাৎই বৃষ্টি নেমে গেল। নিজে তো ভিজলেন, সঙ্গে থাকা মূল্যবান ল্যাপটপও ভিজে গেল। তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে প্রিয় ডিভাইসটি। কী করবেন? প্রিয় ডিভাইসটিকে বাঁচাতে কিছু কৌশল জেনে রাখুন।
ল্যাপটপ ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। যদি চার্জারে লাগানো থাকে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হতে পারে।
ল্যাপটপের ব্যাটারি অপসারণযোগ্য হলে তা খুলে ফেলুন। হার্ডডিস্ক, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো খুলে আলাদা রাখুন।
ল্যাপটপের বাইরের অংশ ও অভ্যন্তরীণ অংশের পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ল্যাপটপটিকে উল্টো করে, অর্থাৎ কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরের দিকে রাখুন। যেন ভেতরের পানি বের হয়ে আসতে পারে। শুকনো ও বায়ুচলাচল করে এমন স্থানেই রাখুন।
হেয়ার ড্রায়ার দিয়ে পানি শুকালে অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। তাই বাতাসে শুকিয়ে নেওয়াই ভালো।
মনে রাখবেন ল্যাপটপ পুরোপুরি না শুকানো পর্যন্ত কোনোভাবেই চালু করা যাবে না। ভেজা অবস্থায় ল্যাপটপ চালু করা বা চার্জার সংযুক্ত করা বিপজ্জনক হতে পারে। এটি সার্কিটের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই সেদিকে সতর্ক থাকুন। বৃষ্টিরদিনে ল্যাপটপ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গেই রাখুন।