• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

১১ মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:৫৪ এএম
১১ মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

চলতি অর্থবছরের সাড়ে ১১ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৫৭ শতাংশ বেশি। সরকারের অভ্যন্তরীণ ঋণ-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ১১৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত ১২ মে পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ ঋণের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭০৬ কোটি টাকা। 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি মেটাতে ঋণ বৃদ্ধি এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি ব্যাংকঋণ বাড়িয়েছে। 

এ ছাড়া ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ নানা কারণে এ হার বেড়েছে। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Link copied!