• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০২:০৪ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, লেবানন ও কুয়েত এই ৮ দলকে নিয়ে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। আজ বুধবার (২১ জুন) প্রথম দিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে। ভারতের বেঙ্গালুরুতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে অবশ্য বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ‍‍`এ‍‍` গ্রুপে মুখোমুখি হবে কুয়েত ও নেপাল।

বাংলাদেশ খেলবে ‍‍`বি‍‍` গ্রুপে। তাদের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেই বাংলাদেশ মাঠে নামবে। বিকেল ৪টায় বাংলাদেশ খেলবে লেবাননের বিপক্ষে।  

সাফের যাত্রা শুরু ১৯৯৩ সালে। ১৩ আসরের মধ্যে সর্বাধিক ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুইবার চ্যাম্পিয়ন মালদ্বীপ। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সরাসরি দেখাবে সাফ চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ।
 

Link copied!