• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপে বাংলাদেশের বাধা থাইল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:১২ এএম
বিশ্বকাপে বাংলাদেশের বাধা থাইল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এতে ‘এ’ গ্রুপে সেরা হয়েছে টাইগ্রেসরা। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে মাত্র একটাই বাধা বাংলাদেশের সামনে। মূল পর্বে টিকিট পেতে বাংলাদেশ মুখোমুখি হবে থাইল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে সেরা জিম্বাবুয়ে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আবু ধাবিতে গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গেছে গত বুধবার রাতে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে দাপট নিয়ে হারানোর পর যুক্তরাষ্ট্রকেও হারিয়ে দিয়েছেন সালমারা।

এদিকে, স্কটিশদের হারিয়ে সেরা চারে উঠেছে বাংলাদেশের কাছে হার মানা আইরিশরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে নাটকীয়ভাবে হেরে যায় জিম্বাবুয়ে। শেষ বলের বাউন্ডারিতে ৪ উইকেটে হার মানে তারা। একই সময়ের অন্য ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারায় থাইল্যান্ড।

হেরে গেলেও গ্রুপসেরা জিম্বাবুয়ে। থাইল্যান্ড রান রেটে পিছিয়ে থাকার কারণে তাদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের প্রথম ম্যাচে একমাত্র অপরাজিত দল বাংলাদেশ মুখোমুখি হবে থাইল্যান্ডের বিপক্ষে। অন্য ম্যাচে খেলবে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে। তবে দুই ফাইনালিস্ট দলই মূল আসরের টিকিট পাবে।
 

Link copied!