• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

হার দিয়ে সাফ শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৬:০৭ পিএম
হার দিয়ে সাফ শুরু বাংলাদেশের

সাফের প্রথম ম্যাচে নামে বাংলাদেশ দল। শুরুটা ভালো করতে পারল না। শক্তিশালী প্রতিপক্ষ লেবাননকে প্রথমার্ধে রুখে দিয়েছিল জামাল-জিকোরা। গোলের জন্য মরিয়া লেবাননকে আটকাতে রক্ষণভাগে কড়া পাহারা দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ মিস করে রাকিব-ফাহিমরা। তবে বাংলাদেশের জালে ঠিকই বল পাঠিয়েছে লেবানন। এরফলে প্রথম ম্যাচে হার দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে লেবানন।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথমার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লেবানন। তবে বাংলাদেশের রক্ষণভাগে জামাল ভূঁইয়ার দল দক্ষতা দেখিয়েছে। আরব দেশটির আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধে বেশিরভাগ সময় বল লেবাননের খেলোয়াড়দের পায়ে ছিল। তবে ম্যাচের ৪৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। কোনো দলই জালে বল জড়াতে না পারায় গোলশূন্য অবস্থাতে প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর জমে উঠে খেলা। উভয় দল গতিময় ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ৬০ মিনিটে লেবানিজ গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি ফয়সাল আহমেদ ফাহিম। গোলরক্ষকের পায়ে লাগে বল। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে উভয় দল। ৭৮ মিনিটে কর্ণার থেকে পাঠানো বল মাথা ছোঁয়াতে পারেননি লেবাননের খেলোয়াড়। এরপর ৮০ মিনিটে ডেডলক ভাঙেন হাসান মাতক। ১-০ গোলে এগিয়ে যায় লেবানিজরা। গোল দিয়ে আক্রমণে আরও ধার বাড়ায় আরব দেশটি। নির্দিষ্ট ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে বাংলাদেশের জালে আরেক গোল দিয়ে মাঠ ছাড়ে লেবানন। 

আগামী ২৫ জুন বিকেল ৪টায় ২য় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

Link copied!